আন্তর্জাতিক

বন্যা ও ঘূর্ণিঝড় বিধ্বস্ত ইন্দোনেশিয়ায় এবার ভূকম্প, কাঁপল সুমাত্রা

বন্যায় মৃত্যু মিছিল। তারই মধ্যে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড়। সেই বিপর্যয় কাটতে না কাটতেই এবার ভূমিকম্প। রিখটার স্কেলে ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, সকাল ১১টা ৫৬ মিনিট নাগাদ সুমাত্রার আকেহ প্রদেশে মাটির ২৫ কিলোমিটার নীচে ছিল ভূমিকম্পের উৎসস্থল। তবে কম্পনের কারণে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। নেই সুনামির সতর্কবার্তাও। স্থানীয় বাসিন্দা আহমেদি জানিয়েছেন, ‘আমি কফি শপে বসেছিলাম। হঠাৎই টেবিল কাঁপতে শুরু করল। লোকজন পড়িমড়ি করে বাইরে বেরিয়ে আসে।’ তিনি আরও বলেছেন, ‘প্রায় সাত সেকেন্ড ধরে কম্পন টের পেয়েছিলাম।’
লাগাতার বৃষ্টির জেরে বানভাসি পরিস্থিতি উত্তর সুমাত্রায়। ইতিমধ্যেই সেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ২৮ জন। তারই মধ্যে দ্বীপটিতে আছড়ে পড়ে ঘূর্নিঝড় সিনার। ফলে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পরপর বিপর্যয়ের কারণে ব্যাহত হয়েছে উদ্ধার কাজও। কার্যত ধুয়ে মুছে গিয়েছে রাস্তাঘাট, বন্ধ যাবতীয় যোগাযোগ পরিষেবা। ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা বাহিনীর মুখপাত্র আবদুল মুহূরি জানিয়েছেন, বন্যার কারণে এখনও নিখোঁজ ১০ জন। এরইমধ্যে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের রাজধানী ঢাকাতেও মৃদু্ ভূকম্প হয় বলে খবর। সেদেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে, কম্পনের উৎসস্থল নরসিংডির ঘোরাশাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *