আন্তর্জাতিক

মারা গেলেন জেমস যা জানা গেলো

ইচবিও’র বিখ্যাত সিরিজ ‘দ্য ওয়ার’, ‘সিনস্টার’ ও ‘ইট: চ্যাপ্টার ২’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করা তারকা হলিউড অভিনেতা জেমস রেনসোন মারা গেছেন। গত ১৯ ডিসেম্বর মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৪৬ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদন অনুযায়ী লসৈ অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিকেল পরীক্ষকের অফিস অনুযায়ী, আত্মহত্যা করেছেন অভিনেতা জেমস রেনসোন।

এ অভিনেতা বিখ্যাত সিরিজ ‘দ্য ওয়ার’-এ একজন আবেগপ্রবণ মাদক ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছিলেন। দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে সাড়া ফেলেছিলেন।

জেমস রেনসোন ঘনবসতিপূর্ণ অঙ্গরাজ্য মেরিল্যান্ডের বাসিন্দা। টাইসন শহরের বাল্টিমোর কাউন্টি সম্প্রদায়ের কার্ভার সেন্টার ফর আর্টস অ্যান্ড টেকনোলজিতে থিয়েটার নিয়ে পড়ালেখা করেছেন তিনি। পড়ালেখা শেষ করার কয়েক বছর পর টেলিভিশনে প্রবেশ করেন।

জেমস রেনসোন কয়েকটি ভৌতিক সিনেমায় অভিনয় করেছেন। ‘দ্য ব্ল্যাক ফোন’ সিনেমায় ম্যাক্সের চরিত্রে অভিনয় করেছেন। যেটি একজন কিশোরকে নির্মাণ করা হয়েছিল এবং যাকে একজন সিরিয়াল কিলার অপহরণ করে। সিনেমাটি স্টিফেন কিংয়ের ছেলে জো হিলের লেখা একটি ছোট গল্পের অবলম্বনে নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে এর সিক্যুয়েল ‘ব্ল্যাক ফোন ২’-তেও অভিনয় করেন জেমস রেনসোন।

এছাড়া ‘জেনারেশন কিল’, ‘ট্রোম’ ও ‘বশ’সহ কয়েকটি শোয়েও অভিনয় করেছেন। তার শেষ টিভি শো পিককের কমেডি ক্রাইম শো ‘পোকার ফেস’র দ্বিতীয় সিজনের একটি পর্ব।

এ তারকাকে সবচেয়ে বেশি দেখা গেছে ‘দ্য ওয়ার’-এ জিগি সোবোটকার চরিত্রে। দ্বিতীয় সিজনের ১২টি পর্বে দেখা গেছে তাকে। সমালোচকদের দ্বারা প্রশংসিত এইচবিও সিরিজটি ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রচার হয়েছে। এতে জেমস রেনসোন ছাড়াও আরও অভিনয় করেছিলেন ডমিনিক ওয়েস্ট, মাইকেল কেনেথ উইলিয়ামস, জন ডোম্যান, ইদ্রিস এলবা, উড হ্যারিস, ল্যান্স রেডডিক, ওয়েন্ডেল পিয়ার্স, ফ্র্যাঙ্কি ফেইসন, লরেন্স গিলিয়ার্ড জুনিয়রসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *