খেলা

২০২৬ বিশ্বকাপের ড্র’য়ে থাকছে চমক, শেষ চারের আগে দেখা হবে না র‌্যাঙ্কিংয়ে সেরা চার দলের

আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে আয়োজিত হতে চলেছে ২০২৬ বিশ্বকাপ ড্র’য়ের অনুষ্ঠান। আসন্ন মেগা আসরেই প্রথমবারের জন্য কাপ যুদ্ধে মাঠে নামবে ৪৮টি দেশ। ইতিমধ্যেই তাদের মধ্যে ৪২টি দল মূলপর্বে জায়গা পাকা করেছে। বাকি ছ’টির জন্য হবে প্লে-অফের লড়াই। তার আগে বিশ্বকাপ ড্র’য়ের গ্রুপ বিন্যাসের প্রাথমিক খসড়া প্রকাশ করল ফিফা। এবারের বিশ্বকাপে থাকছে ১২টি গ্রুপ। তাতে চারটি করে দল থাকবে। শেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ের বিচারের করা হয়েছে পটের বিভাজন। তিন আয়োজক দেশের বাকি প্রথম ৯টি দল রয়েছে পট ওয়ানে। প্রথম চার দল অর্থাৎ স্পেন, আর্জেন্তিনা, ফ্রান্স ও ইংল্যান্ডকে রাখা হবে আলাদা গোত্রে । অনেকটা লন টেনিসের মতো। ফলে প্রত্যেকে নিজস্ব গ্রুপে চ্যাম্পিয়ন হলে সেমি-ফাইনালের আগে একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হবে না এই চার দল। মূলত টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এই প্রসঙ্গে ফিফার এক আধিকারিক জানান, ‘টেনিসের সূচি গড়ার ক্ষেত্রে র‌্যাঙ্কিংকে গুরুত্ব দেওয়া হয়। মূলত প্রথম দুই সেরা খেলোয়াড়কে মাথায় রেখে পট গঠন করা হয়। সেই মতো আমরাও এবার বিশ্বকাপে সেরা চারটি দলকে আলাদা আলাদা রেখেই ড্রয়ের অনুষ্ঠান আয়োজন করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *